বিকেএমইএ’র কার্যালয়ের সামনে চাকরিচ্যুতির প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
লাইভ নারায়ণগঞ্জ: চাকরিচ্যুতির প্রতিবাদে বিক্ষোভ করেছে ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে অবস্থিত তামাই নিটওয়্যার ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শ্রমিকদের অভিযোগ, কারখানার জিএম প্রদীপ কুমার তাদের সঙ্গে সরাসরি কথা বলতে রাজি হননি। শ্রমিকরা জানান, জিএম নিজেই তাদের সঙ্গে আলোচনার জন্য বিকেএমইএ কার্যালয়ে আসতে বলেছিলেন। কিন্তু শ্রমিকরা সেখানে উপস্থিত হলেও তিনি অফিসের ভেতরে অবস্থান করেন এবং সরাসরি তাদের সঙ্গে কথা বলেননি।
পরে শ্রমিক নেতা বাবুল আক্তারের মাধ্যমে শ্রমিকদের জানানো হয় যে, সমস্যা সমাধানের জন্য আগামী ১৩ সেপ্টেম্বর পুনরায় বিকেএমইএ কার্যালয়ে হাজির হতে হবে। এই সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং একপর্যায়ে উত্তেজনা দেখা দেয়।
তবে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে সেখান থেকে চলে যান। বিক্ষোভের সময় তারা ঘোষণা দেন, আগামীকাল নারায়ণগঞ্জ চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে তারা মানববন্ধন করবেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা জানান, “বিকেএমইএ কার্যালয়ের সামনে শ্রমিকরা কিছুক্ষণের জন্য অবস্থান নিয়েছিল, পরে তারা চলে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”