বিএনপি যারা করে তাদের মানুষ ভয় পাবে না: মশিউর রহমান রনি
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, রাজপথে আন্দোলন সংগ্রাম হয়েছে, সামনে আমাদের অনেক আন্দোলন আছে। সেসব কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদের কিছু পথ হাতে ধরিয়ে দিয়েছে। আমরা সেগুলো বিভিন্নভাবে করে যাচ্ছি। শুধুমাত্র সাধারণ মানুষ যাতে আমাদের একটু ভালোবাসে। মানুষের মধ্যে ভয় কাটিয়ে যাতে ভোট দেয়ার সাহস পায় তাই আমরা ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তারেক রহমান চায় মানুষ সংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকবে, খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকবে। যাতে বিএনপি যারা করে তাদের মানুষ ভয় পাবে না। বিগত সময়ে যারা নেতৃত্ব দিয়েছে, তাদের দেখলে মানুষ বলতো ‘ওমুক গডফাদার আসতেছে, সেখানে যাওয়া যাবে না। সেখানে গেলে আমাকে কোটি টাকা চাঁদা দিতে হবে, আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান দখল করে নিয়ে যাবে’।
তিনি আরও বলেন, শহিদুল ইসলাম টিটু ভাই নারায়ণগঞ্জের যে রাজনীতির কালচার আছে সেটাকে তিনি পরিবর্তন করেছেন। স্বৈরাচারী হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজের চোখ হারিয়েছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে, জেল খেটেছেন তিনি। এটা আমরা না সারাদেশের মানুষ জানে। সেদিন গুলিটা আমার মাথায় লাগতে পারতো, কিন্তু আমার মাথার উপর দিয়ে গিয়ে সেটা টিটু ভাইয়ের চোখে লাগে।
মশিউর রহমান রনি বলেন, নারায়ণগঞ্জে আরেকজন নেতা আছেন, যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন। আমাদের পলিটিক্যাল ফাদার হিসেবে পরিচিত। আমি মশিউর রহমান রনি সাবেক ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। যখন সভাপতি হয়েছি, তখন উনার (মামুন মাহমুদ) হাত ধরেই সভাপতি হয়েছি, আবার যখন যুবদলের সদস্য সচিব হয়েছি তখনও উনার রিকোমান্ডে সদস্য সচিব হয়েছি। উনার হাত ধরে যারা নেতৃত্বে এসেছেন তারা কেউ রাজপথ ছেড়ে যায়নি। এর আগে পরে অন্যদের মাধ্যমে যারা নেতা হয়েছে তারা জুতা টানতেন নয়তো ময়লা টানতেন, কাউকে রাজপথে দেখা যায়নি। ৫ আগস্টের আগে যাত্রাবাড়ি থেকে চিটাগংরোড পর্যন্ত আন্দোলনের মূল ভূমিকাই ছিলো অধ্যাপক মামুন মাহমুদের। যারা রাজপথে ছিলাম তারাই শুধুমাত্র ছিলাম। আন্দোলনে অন্যান্য নেতাদের নিউজ ছিলো একরকম আর রাজপথে ছিলো অন্যরকম, রাজনৈতিক কর্মসূচির প্যার্টান ছিলো আরেক রকম।
শনিবার রাতে ফতুল্লার ধর্মগঞ্জ চটলার মাঠে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন। এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খায়রুল আলমের পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।