মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫
Led04রাজনীতি

বিএনপি যাকে মনোনয়ন দিবে আপনারা তার জন্য কাজ করবেন: রিয়াদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার রাতে ফতুল্লার কায়েমপুর এলাকায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্দেগ্যে অনুষ্ঠানে দোয়া মিলাদ মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দেশবাসীর শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। পরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন , বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া প্রয়োজন। দেশের এই ক্রান্তি লগ্নে তাকে দেশ ও দেশের মানুষের জন্য ভীষন ভাবে প্রয়োজন। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। স্বেচ্ছাসেবক দল সবসময় মানুষের দুঃখ-কষ্টে পাশে ছিল এবং আগামীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাকে  মনোনয়ন দিবে আপনারা তার জন্য কাজ করবেন। আর আপনাদের একটি মূল্যবান আগামী শুশৃংখল বাংলাদেশ গড়বে।

ফতুল্লানথানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস,কে শাহিনের সভাপতিত্বে ও মোঃরেজাউল ইসলাম আল-আমিনের সঞ্চালনায় কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ ফতুল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহম্মেদ, ফতুল্লা থানা বিপএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু,ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান,
ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ প্রধান, যুবদল নেতা মিঠু,শাহিন আহম্মেদ, হারুন, নাঈম মোল্লা প্রমূখ।

কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

RSS
Follow by Email