শনিবার, নভেম্বর ৮, ২০২৫
Led03রাজনীতি

বিএনপি মনোনয়ন দিলে সন্ত্রাস-মাদককে প্রশ্রয় দেব না: শাহ আলম

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলম বলেছেন, তিনি কখনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেননি এবং ভবিষ্যতে নির্বাচিত হলেও দেবেন না। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দলের সিদ্ধান্তে মনোনয়ন পেলে নারায়ণগঞ্জকে জলাবদ্ধতা ও সন্ত্রাসমুক্ত করবেন।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লার পাগলা বাজার এলাকায় র‌্যালি শেষে এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ২০০৮ সালে বেগম খালেদা জিয়া তাকে মনোনয়ন দিয়েছিলেন এবং সেই নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণ তাকে ভোট দিয়েছিল। তিনি অভিযোগ করেন, “ষড়যন্ত্র করে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়। দেশের জনগণ জানে আমি নির্বাচিত হয়েছিলাম। ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়েছিলেন আপনারা—সেজন্য কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, ২০০৮ সালের পর ২০১৮ সালেও বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তাকে মনোনয়ন দিয়েছিলেন, কিন্তু দল ও জোটের স্বার্থে উচ্চপর্যায়ের নির্দেশনায় তাকে সরে দাঁড়াতে হয়েছিল।

মনোনয়ন প্রত্যাশী শাহ আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্লিন ইমেজের নেতৃত্ব বাছাইয়ের ঘোষণার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আমি কখনো সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের প্রশ্রয় দেইনি।

তিনি অঙ্গীকার করেন, “আমি আপনাদের নিরাপত্তার দায়িত্ব নিতে চাই। যারা বিএনপি করে তারা কখনো সন্ত্রাসী হতে পারে না। দলের সিদ্ধান্তে মনোনয়ন পেলে এবং নির্বাচিত হতে পারলে নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসনে সর্বোচ্চ উদ্যোগ নেব ইনশাআল্লাহ।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন— ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি জাহিদ হাসান রোজেল, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিটু, একরামুল কবির মামুন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা সহ কুতুবপুর ইউনিয়ন, কাশিপুর ইউনিয়ন এবং ফতুল্লা থানা যুবদলের সাবেক নেতৃবৃন্দ।

RSS
Follow by Email