বুধবার, নভেম্বর ৫, ২০২৫
রাজনীতি

বিএনপি প্রার্থীর জামাতার বিরুদ্ধে হুমকির অভিযোগ “মান্নানের পক্ষে কাজ না করলে অবস্থা খারাপ হবে”

সোনারগাঁও করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বড় মেয়ের জামাতা মাসুম বিল্লাহর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অন্য প্রার্থীর সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তার একটি বক্তব্যকে কেন্দ্র করে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ উপজেলা জুড়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অভিযোগ মতে, মাসুম বিল্লাহ জনতাকে উদ্দেশ্য করে বলেছেন, “এটা লাস্ট ওয়ারনিং, এর পর আর কোনো ওয়ারনিং হবে না।”

মাসুম বিল্লাহ তার বক্তব্যে আরও বলেন, “সন্মান্ধী ইউনিয়ন কিছু দালাল রয়েছে যারা টাকার কাছে দলের নাম বিক্রি করে। এ ধরনের দালালদের বলছি সাবধান হুসিয়ার। লাস্ট ওয়ার্নিং এর পর আর কোনো ওয়ারনিং হবে না। আপনারা দলের নাম ব্যবহার করেন, দল যাকে মনোনয়ন দিয়েছে তাদের পক্ষে কাজ করেন। আজহারুল ইসলাম মান্নান সাহেবকে ধানের শীষ প্রতীক দিয়েছে, তার পক্ষে কাজ করবেন। এর ব্যতিক্রম হলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে বলে দিলাম।”

অভিযোগ উঠেছে, মাসুম বিল্লাহ তার এই বক্তব্যের মাধ্যমে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে কাজ না করলে সমর্থকদের বাড়িছাড়া করারও ইঙ্গিত দিয়েছেন।

মাসুম বিল্লাহর এমন মন্তব্যে সন্মান্ধী ইউনিয়নসহ উপজেলা জুড়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সাধারণ জনগণের মধ্যে এমন সংশয় দেখা দিয়েছে যে, মনোনয়ন পাওয়ার পরপরই এমন হুমকি দেওয়ায় নির্বাচনের পর তারা এলাকায় থাকতে পারবেন কিনা।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন, মাসুম বিল্লাহ নতুন করে আওয়ামী লীগের নেতাদের দলে ভিড়িয়ে নিজের অবস্থান ভারী করার চেষ্টা করছেন। অনুসন্ধানী সূত্রগুলো বলছে, মাসুম বিল্লাহ ইতিপূর্বে যুবলীগ নেতা নৌকার চেয়ারম্যান জিন্নার হাত ধরে জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীরের অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগদান করেছিলেন।

তাঁর এই ‘উদ্ধতপূর্ণ আচরণে’ সোনারগাঁও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

RSS
Follow by Email