মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
রাজনীতি

বিএনপি নেতা দিদারুলের মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদারুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

গিয়াসউদ্দিন জানান, দিদারুল আলম ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে জাতীতাবাদী দল বিএনপির অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। তার মতো নিবেদিত কর্মী সচরাচর পাওয়া দুষ্কর।

গিয়াসউদ্দিন মরহুমের বিদেহী আত্মার৷ মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তাকে যেন আল্লাহ বেহেশতবাসী করেন সে কামনা করেন।

RSS
Follow by Email