বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led03রাজনীতি

বিএনপি নেতা ইলিয়াসের মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপি’র নেতা ইলিয়াস মল্লিক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুর আগে তিনি এনায়েত নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য, জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন । রবিবার (৩ নভেম্বর) এক শোক বার্তায় এই শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

গিয়াসউদ্দিন বলেন, ইলিয়াস মল্লিক ছিলেন বিএনপির একনিষ্ঠ, নিবেদিত প্রাণ একজন কর্মী। বিগত সতের বছর তিনি স্বৈরাচা শেখ হাসিনা সরকারের দোসরদের সঙ্গে কোনো আপস না করে আন্দোলন সংগ্রামে ছিলেন আগ্রগামী। শত নির্যাতন সহ্য করেও তিনি দলীয় ঝান্ডা হাতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রথম সারিতে ছিলেন। তার মতো নিবেদিত প্রাণ কর্মীর মৃত্যুতে বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করি।

ইলিয়াস মল্লিকের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে গিয়াসউদ্দিন বলেন, মহান আল্লাহ ইলিয়াস মল্লিকের শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তৈফিক দান করুন। একই সঙ্গে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

RSS
Follow by Email