রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led03জেলাজুড়েরাজনীতিসোনারগাঁ

বিএনপি থেকে বহিস্কার হলেন সোনারগাঁয়ের জাহাঙ্গীর

লাইভ নারায়ণগঞ্জ: দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় বহিস্কার করা হয়েছে সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য এম জাহাঙ্গীর হোসেন ভূইয়াকে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সকল নেতৃবৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনও বর্জন করেছে জাতীয়তাবাদী দল-বিএনপি। একইসঙ্গে জনগণকেও এই নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য প্রচারণা চালাচ্ছেন দলটির নেতারা। তবে দলের সিদ্ধান্ত অমান্য করে ইতোমধ্যে বেশ কিছু সাবেক ও বর্তমান নেতাকর্মী এই নির্বাচনে প্রার্থী হয়েছেন। যদিও তাদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে দলটি। ইতোমধ্যে ১২০ জনের মতো সাবেক ও বর্তমান নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

RSS
Follow by Email