বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
Led05রাজনীতিসদর

বিএনপি-জামাতের ডাকে তাদের কর্মীরাও রাজপথে নামে না: চন্দন শীল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ বিএনপি-জামাতের অবরোধ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের জনগন নির্বাচনের জন্য অধির আগ্রহে বসে আছে। জনগন নির্বাচনের দিন ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে।

বিএনপি-জামাতের বিরুদ্ধে রোববার (১২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগের আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশের মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।

এসময় চেয়ারম্যান চন্দনশীল বলেন, যরা আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়, তারা কখনো ক্ষমতায় আসতে পারে না। জনগন তাদের অবরোধ মানছে না, তারা ব্যর্থ, তারা ভন্ড। তারা শুধু বাংলাদেশের জনগনের সাথে মিথ্যা কতা বলেনি তারা নিজের নেতাকর্মীদের সাথেও প্রতারণা করেছে। আজ ওই বিএনপি জামাতের ডাকে তাদের কর্মীরাও রাজপথে নামে না। এর প্রমান আজকের নারায়ণগঞ্জের রাজপথ।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করছেন। কারণ একটাই, তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চান। ইতিমধ্যে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের ৮০ ভাগ কাজ তিনি শেষ করেছেন। আরেকবার যদি তিনি ক্ষমতায় আসেন তাহলে শতভাগ কাজ তিনি শেষ করবেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল, রবিউল হোসেন, মাসুদুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, এড. মাহমুদা মালা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, হানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, আওয়ামী লীগ নেতা আনিস আহাম্মেদ, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম, নাসিরউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, আওয়ামী লীগ নেতা এস এম পারভেজ, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচএম শাহেদ, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সম্রাট, সাধারণ সম্পাদক রাসেল প্রধান প্রমুখ।

RSS
Follow by Email