বিএনপি জাতীয় কমিটিকে কৃতজ্ঞতা জানিয়ে মাসুদুজ্জামানের বিশাল র্যালি
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মাসুদুজ্জামান মাসুদকে মনোনয়ন দেওয়ায় দলের উচ্চ নেতৃত্বকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) তাঁর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে মাসুদুজ্জামান মাসুদ এই আসনকে ‘বিএনপির দূর্গ’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।
র্যালিপূর্ব সমাবেশে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “এ মনোনয়ন আমার ব্যক্তিগত অর্জন নয়—নারায়ণগঞ্জ-৫ আসনের সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাস এবং গণতন্ত্রকামী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। দল আমার প্রতি যে আস্থা রেখেছে, আমি সেই আস্থার মর্যাদা রক্ষায় জীবন বাজি রেখে কাজ করব।”
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত র্যালিটি নারায়ণগঞ্জের খানপুর হাসপাতাল রোড থেকে শুরু হয়ে চাষাড়া হয়ে মন্ডল পাড়ায় গিয়ে সমাপ্ত হয়। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়ে সারা শহরকে জনসমুদ্রে রূপান্তরিত করে। জনমানুষের জনপ্রিয় নেতা, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী হিসেবে পরিচিত মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে এই র্যালি ঐক্য ও গণতান্ত্রিক রূপান্তরের প্রত্যাশাকে আরও জোরদার করে তোলে।
মাসুদুজ্জামান মাসুদ জনগণের উদ্দেশে বলেন, “এ আসনের উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি জনগণের পাশে আছি এবং থাকব। নারায়ণগঞ্জ-৫ আসন হবে বিএনপির দূর্গ, এই দুর্গকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।”
সমাবেশে জেলা, মহানগর ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ও আনোয়ার হোসেন আনু; মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী ফারুক হোসেন, মাহাবুব উল্লাহ তপন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ; বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন; সাবেক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবদল মহানগরের সাবেক সভাপতি খোরশেদ আলম খন্দকার; স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শাখাওয়াত ইসলাম রানা সহ সদর ও বন্দর উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, “মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য এক যোগ্য, শিক্ষিত, সৎ ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক।” তাঁরা প্রত্যাশা করেন, তাঁর নেতৃত্বে এলাকায় উন্নয়নমূলক কর্মকান্ড আরও ত্বরান্বিত হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নতুন গতি পাবে।
