সোমবার, অক্টোবর ২০, ২০২৫
Led05রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থার বাণিজ্যিকীকরণ রোধ করা হবে: কাজী মনির

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, শিক্ষা এখন বাণিজ্যিক রূপ নিয়েছে, যা দ্রুত দূর করা প্রয়োজন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থার বাণিজ্যিকীকরণ রোধ করা হবে এবং শিক্ষকদের সব ধরনের সমস্যা সমাধান করা হবে।

রোববার রূপগঞ্জ উপজেলা শিক্ষক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কাজী মনিরুজ্জামান তার ব্যক্তিগত সংগ্রামের কথা তুলে ধরে বলেন, “জীবনের প্রতিটি স্তরে সংগ্রাম করে আমি এই জায়গায় এসেছি। আজ আপনাদের নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। সাধারণ ছাত্রদের পড়াশুনার সুযোগ নিশ্চিত করতে হবে।”

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিক্ষকরা বিগত সরকারের আমলে বৈষম্যের শিকার হয়েছেন। আমাদের নেতা তারেক রহমান শিক্ষকদের নিয়ে কাজ করছেন। বিএনপি নির্বাচিত হলে শিক্ষকদের সব সমস্যা দূর করা হবে।”

তিনি শিক্ষকদের পেশাগত মর্যাদার ওপর গুরুত্বারোপ করে আরও বলেন, শিক্ষকদের দায়িত্ব পালনে রাজনৈতিক পরিচয় নয়, বরং পেশাগত দায়িত্বই সবচেয়ে বড় বিষয়। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিএনপি ক্ষমতায় এলে তারা সন্তানদের জন্য সুশিক্ষা নিশ্চিত করতে পারবেন।

মতবিনিময় সভায় এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমান।

RSS
Follow by Email