বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
Led04আড়াইহাজার

বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বিএনপির অফিস ভাড়া চাওয়ায় এক দোকানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) সকালে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দোকান মালিক হলেন ওই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭)।

এ ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ ১২ জন জড়িত বলে অভিযোগ করেছেন নিহতের ছেলে।

নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেল গণমাধ্যমে জানান, সকালে ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার (৭০) ও তার ছেলে খোকন (৩৫), রাসেল (৩০) এবং বেনু হাজির ছেলে আলম (৪৫), সাদ্দামসহ (৩৫) ৬-৭ জন তার বাবাকে পার্টি অফিসে নিয়ে মারধর করেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান,আজ সকালে পার্টি অফিসের বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে ‘‌বিএনপির অফিসের জন্য কীসের ভাড়া দেবো’ বলেন তোতা মেম্বার। এসময় কথা-কাটাকাটির একপর্যায়ে তোতা মেম্বারকে ধাক্কা দেন জাহাঙ্গীর। পরে তোতা মেম্বারের অনুসারী ও তার ছেলেরা জাহাঙ্গীরকে ধরে পার্টি অফিসে নিয়ে মারধর করেন। এসময় জাহাঙ্গীর গুরুতর আহত হয়ে গেলে অভিযুক্তদের কয়েকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানায়, সেখানে কয়েকটি দোকান মিলে একটি অফিস করা হয়েছে। দোকানগুলোর একটি অংশ জাহাঙ্গীরের। সকালে তিনি দোকানের ভাড়া চাইতে গেলে সেখানে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

RSS
Follow by Email