বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বাষির্কী শুক্রবার
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শনিবার পা রাখলো ৪৬ বছরে। দলটির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ।
১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন।
জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া দলটির দায়িত্বভার গ্রহণ করেন।
খালেদা জিয়া দায়িত্ব বুঝে নেবার পর দুবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বিএনপি। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত এক যুগের বেশী সময় ধরে সবচেয়ে প্রতিকুল সময় পার করছে দলটি। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পর থেকে দলের অবস্থা অনেকটা নাজুক হয়ে পড়ে। তিনি সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষ মুক্তি পেলেও অসুস্থতা ও বিধিনিষেধের বেড়াজালে এখনো সক্রিয় হতে পারেন নি।
বিএনপির বর্তমান নেতৃত্ব এখন চেষ্টা করছেন দলত্যাগী নেতাদের আবার কাছে টেনে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে।
আগামী ১ সেপ্টেম্বর সকালে বিএনপির কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি। সেদিন সকাল ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও পুষ্পমাল্য অর্পণ করবে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
দলটি প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা এবং আলোচনা সভাও করবে।