বিএনপির ৩নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে টিপুর আক্ষেপ, ফেসবুকে আল্লাহর কাছে বিচার
লাইভ নারায়ণগঞ্জ:
‘গতকাল ১৯শে নম্ভেবর-২৫ইং নাঃগঞ্জ মহানগর বিএনপি’র এলাকায় দল থেকে যে তিনটি বহিস্কার প্রত্যাহার করে আমাদের তৃণমূল, ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের যে রক্ত ক্ষরণ হয়েছে ও কাঁদিয়েছে, আল্লাহ তাদেরও রক্ত ক্ষরণ ও কাঁদানোর ব্যবস্থা করে দিও।’ নিজের ফেসবুক একাউন্টে এভাবেই ক্ষোভ জানালেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বুধবার (১৯ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে আরও একটি স্ট্যাটাসে তিনি লিখেন- ‘দলের জন্য ত্যাগ শিকার করে, জুলুম নির্যাতন সহ্য করে, মিথ্যা ও গায়েবী মামলার শিকার হয়ে,জেলে খেটে, পরিবারকে বঞ্চিত করে ও ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে , নাঃগঞ্জ মহানগর এলাকায় সর্বোচ্চ ত্যাগ ও পরিশ্রম করে ও মৃত্যুর ঝুঁকি নিয়ে রাজপথে থেকেছি এবং সর্বশেষ ২০২৪ সনে ৫ই আগষ্ট শেখ হাসিনার পতন না হতো ও যে ফাঁসি হাসিনার হয়েছে,তা উল্টো আমাদের হতো এবং অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে,তারপরও যেহেতু দল থেকে ন্যায় বিচার পাই নাই।আল্লাহ তোমার কাছে ন্যায় বিচার চাই, বিচার চাই।’
