শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রাজনীতি

বিএনপির সামবেশে হাজারো নেতাকর্মী নিয়ে আজাদের অংশগ্রহণ

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির মহাসমাবেশকে সফল করতে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ- সম্পাদক নজরুল ইসলাম আজাদে।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে ঢাকা নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে সফল করতে সকাল থেকেই আড়াইহাজার উপজেলা বিএনপি, আড়াইহাজার পৌরসভা বিএনপি, গোপালদী পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, কৃষকদল, তাঁতীদলের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও সু-সজ্জিত হয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে নিয়ে নটরডেম কলেজের সামনে এসে জড়ো হতে থাকে।

পরে সকাল ১১টার দিকে নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে সমাবেশস্থলে অংশগ্রহণ করেন তারা। নেতাকর্মীদের মুখে এমন শ্লোগানে শ্লোগানে প্রকল্পিত হয়ে ওঠে পুরো ঢাকার রাজপথ।

এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email