মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
রাজনীতি

বিএনপি’র সমাবেশে বাদল’র নেতৃত্বে নজরকাড়া শোডাউন

লাইভ নারায়ণগঞ্জ: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ চার দফা দাবির বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও থানা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ইমাম হোসেন বাদল’র নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে নজরকাড়া শোডাউন হয়েছে। সমাবেশে তার এই উপস্থিতি সিদ্ধিরগঞ্জ বিএনপি’র রাজনীতির সাংগঠনিক শক্তির জানান দিয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর খানপুর এলাকায় অনুষ্ঠিত জেলা বিএনপির সমাবেশে দুপুর আড়াইটা থেকেই নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে চাষাড়া রাইফেল ক্লাব সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে মূল মিছিলে অংশ নেন।

ইমাম হোসেন বাদল’র নেতৃত্বে যাওয়া মিছিল সমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। তার এই শোডাউনে দলীয় নেতা-কর্মীদের বাইরেও জনসাধারণেরও উপস্থিতি দেখা যায়।

RSS
Follow by Email