শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Led03রাজনীতি

বিএনপির বিরুদ্ধে মাঠে থাকবে নারায়ণগঞ্জ মহানগর আ.লীগ

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ।

রোববার (৩০ জুলাই) বিকেল সারে ৪টায় নগরীর ২নং রেল গেট এলাকায় অবস্থিত দলিয় কার্যালয়ের ফটকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন নেতারা মিছিল নিয়ে যোগদান করেন।

এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল, সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলি, জেলা আওয়ামী লগের সাবেক সহ সভাপতি আব্দুল কাদির মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড, মাহমুদা মালা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুত কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রমুখ।

সমাবেশে আনোয়ার হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য সারা দেশে সন্ত্রাসের নৈরাজ্য সৃষ্টি করছে। আর তাই, বাংলাদেশ আওয়ামী লীগ জনগনের জান-মাল রক্ষায় আজ রাজপথে নেমেছে। ওই বিএনপিকে কোন সন্ত্রাসী কর্মকান্ড আমরা করতে দিবো না। যতদিন এই আগুন সন্ত্রাস বন্ধ না হয়, ততদিন আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকবো।

RSS
Follow by Email