বিএনপির বিজয় র্যালিতে আনিস সিকদারের অংশগ্রহণ
লাইভ নারায়ণগঞ্জ: জুলাই গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালিতে অংশ নিতে সিদ্ধিরগঞ্জ থেকে রাজধানীতে মিছিল নিয়ে যোগ দিয়েছেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার। বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হয়।
আনিস সিকদারের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহ আলম খান, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক জসিম মিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মামুন কমান্ডারসহ অন্যান্য নেতা-কর্মী।
নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার নিয়ে র্যালিতে অংশ নেন। তারা বলেন, গত বছর এই দিনে ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকারের পতন হয়। এই বিজয় র্যালি সেই বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন।