বিএনপির বিজয় র্যালিতে আকবর হোসেনের যোগদান
লাইভ নারায়ণগঞ্জ: জুলাই গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বিএনপির বিজয় র্যালিতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা যোগ দিয়েছেন। বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়।
আকবর হোসেনের সঙ্গে এই র্যালিতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী শাকিল, সহ-সাধারণ সম্পাদক সুজন মিয়া, যুগ্ম-সম্পাদক আল-আমিন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি, সহ-দপ্তর সম্পাদক ফাহিম হাওলাদার, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ফেরদৌস হোসেন, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলামসহ আরও অনেকে।
নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার নিয়ে র্যালিতে অংশ নেন। তারা বলেন, এই বিজয় র্যালি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাদের দৃঢ় প্রতিজ্ঞা প্রকাশ করে।