বিএনপির প্রবীণ নেতা জামালউদ্দিন কালু অসুস্থ: খোঁজ নিলেন গিয়াসউদ্দিন-স্বপন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রবীণ নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জামালউদ্দিন কালু অসুস্থ অবস্থায় নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। বর্ষীয়ান এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শুক্রবার (২ মে) তার দেওভোগ পাক্কারোডস্থ বাসায় যান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
এ সময় মহানগর জাসাসের সভাপতি মো. স্বপন চৌধুরীও তার সঙ্গে ছিলেন। গিয়াসউদ্দিন ও স্বপন চৌধুরী অসুস্থ জামালউদ্দিন কালুর চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
তারা বলেন, রাজনীতিতে জামালউদ্দিন কালুর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদান দলের আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুকরণীয়। অসুস্থতার এই কঠিন সময়ে দলের সর্বস্তরের নেতাকর্মীরা তার পাশে থাকবে বলে তারা আশ্বাস দেন। প্রবীণ এই নেতার সুস্থতা কামনা করে তারা সকলের দোয়া চেয়েছেন।