মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
Led02রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে রতনের নেতৃত্বে বিশাল মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে একটি বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্রদল নেতা ও নারায়ণগঞ্জ মহানগর মৎসজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতনের নেতৃত্বে এই মিছিলটি বের হয়।

মিছিলটি ১৮ নম্বর ওয়ার্ডের স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে নিতাইগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি স্থানীয় বিএনপি নেতা জাকির খানের নেতৃত্বে মূল মিছিলের সঙ্গে যুক্ত হয়।

এ সময় মিছিলে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন বিএনপি নেতা মাহফুজুর রহমান দুদু, নারায়ণগঞ্জ থানা মৎসজীবী দলের সভাপতি আলি আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা মৎসজীবী দলের আহ্বায়ক মনির হোসেন, এবং যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।

RSS
Follow by Email