বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬
Led03রাজনীতি

বিএনপির পদ ফিরে পেলেন মনিরুল আলম সেন্টু

লাইভ নারায়ণগঞ্জ:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্য পদ পুনরায় ফিরে পেয়েছেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম সেন্টু।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁর প্রাথমিক সদস্য পদ পুনর্বহালের সিদ্ধান্ত জানানো হয়। চিঠিটি ১ জানুয়ারি ২০২৬ তারিখে ইস্যু করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে পুনরায় প্রাথমিক সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

এছাড়া চিঠিতে আশা প্রকাশ করে বলা হয়, এখন থেকে মনিরুল আলম সেন্টু দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।

এ বিষয়ে ফতুল্লা থানা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

RSS
Follow by Email