বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led05ফতুল্লারাজনীতি

বিএনপির নেতাকর্মীরা ভেসে আসেনি: মান্নান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিএনপি নেতাকর্মীরা কারো হাচি-কাঁশিকে ভয় পায় না বলে দাবি করেছেন বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম।

তার ভাষ্য, ‘নারায়ণগঞ্জের বিএনপির নেতাকর্মীরা কারো চোখ রাঙ্গানী ভয় পায় না। কারণ নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা কোন দেশ থেকে ভেসে আসে নি।’

নারায়ণগঞ্জের প্রবেশপথ সাইনবোর্ডে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সমাবেশে অংশ নিয়ে এ বক্তব্য রাখেন তিনি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশটির আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে ১ দফা জানাচ্ছে নেতাকর্মীরা।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমার মনে হয় দেখিয়ে দিয়েছে, নারায়ণগঞ্জের নেতাকর্মীরাও পারে। যারা বলে হাচি-কাশি দিলে নাকি আমরা পালিয়ে যাবো, তাদের বলতে চাই আমরা হাচি-কাশি ভয় পাই না।’

এর আগে ১১ সেপ্টেম্বর সোনারগাঁয়ের একটি সভায় গিয়ে বিএনপিকে উদ্দেশ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘সকালে ঠিকমত জোরে কাশি দিলে নারায়ণগঞ্জ শহর ফাঁকা হয়ে যাবে অর্ধেক। অথচ তারাই এখন কাঁচের ঘরে থেকে আমাদের নিয়ে নানা ধরনের কথা বলেন। আমাদের গালি দিক কোন সমস্যা নাই কিন্তু বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করবে এগুলো সহ্য করব না।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

এছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আর্ন্তজাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ উপস্থিত রয়েছেন।

দুপুর ২টা থেকে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে পৃথক মিছিলে দলটির নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।

এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

RSS
Follow by Email