বিএনপির নামে চাঁদা চাইলে আইনের হাতে তুলে দিবেন: জি.এম সাদরিল
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ—সভাপতি ও এনসিসির ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জি.এম সাদরিল বলেন, আমার অনুরোধ থাকবে সব দোকানদার ভাইদের প্রতি কেউ চাঁদা চাইলে চাঁদা দিবেন না। এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। বিএনপির যারা কর্মী আছেন তারাও সতর্ক থাকবেন, তারাও দোকানদারদের কাছে যাবেন, কেউ যদি বিএনপির নামে, কোন নেতার নামে চাঁদা চায়, তাকে ধরে সোজাসুজি আইনের হাতে তুলে দিবেন।
রবিবার (২৭ জুলাই) বৃক্ষ রোপান কর্মসূচি ও চাঁদাবাজদের প্রতিরোধে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় জি.এম সাদরিল আরো বলেন, আজকে আমরা ৩নং ওয়ার্ডে এসেছি বৃক্ষ রোপন কর্মসূচি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ ও লিফলেট বিতরণ করতে। আমাদের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন সাহেবের নির্দেশে আজকে ৩নং ওয়ার্ডের প্রতিটি দোকানে দোকানে চাঁদাবাজদের বিরুদ্ধে লিফলেট বিতরণ করেছি।
নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ—সভাপতি কাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মো: মাসুদ করিমের সার্বিক ব্যবস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, সুপ্রীম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য এড. মশিউর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক মো: তৈয়ম হোসেন, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সহ—সভাপতি সেন্টু ব্যাপারী, প্রচার সম্পাদক হাবিবুর রহমান হবুল, যুব বিষয়ক সম্পাদক মো: সেলিম, কৃষি বিষয়ক সম্পাদক আবু তালেব বাবুল, সদস্য তারিক জামান, নাসিক ৩নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসান, যুগ্ম সম্পাদক মো: ইমরান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রদল নেতা রাশেদুল অরন্য, আরমান ও নাসিক ৩নং ওয়ার্ড কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ নেতাকমীর্রা।