বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
Led01রাজনীতিসিদ্ধিরগঞ্জ

বিএনপির চেয়ার্পারসনের উপদেষ্টা না.গঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিএনপির চেয়ার্পারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় তিনি সামান্য আহত হলেও গুরুতর কোনো আঘাত পাননি।

দুর্ঘটনার পরপরই জয়নাল আবদিন ফারুক তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে জানান, “আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ সুস্থ আছি।”

পরে সাংবাদিকদের তিনি বলেন, “সিদ্ধিরগঞ্জে একটি রেন্ট-এ-কারের গাড়ি পেছন থেকে আমার গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও আমি অক্ষত আছি।” তবে তিনি এই দুর্ঘটনাকে ‘সন্দেহজনক ও পরিকল্পিত’ আখ্যা দিয়ে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তার সহকর্মীরা জানান, ধাক্কার কারণে তিনি সামান্য আঘাত পেয়েছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহিনুর আলম বলেন, “সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে কোনো দুর্ঘটনা কবলিত গাড়ি বা কাউকে খুঁজে পাওয়া যায়নি। হাইওয়ে পুলিশের কাছেও এই ঘটনার কোনো তথ্য ছিল না।” তিনি আরও জানান, এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পেলে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন।

RSS
Follow by Email