শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
রাজনীতি

বিএনপির কাছে বাদলের আহ্বান, ‘দলের বিতর্কিতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করুন’

লাইভ নারায়ণগঞ্জ: যারা দলকে বিতর্কিত করেছে তাদেরকে চিহ্নিত করে দলের হাইকমান্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসার জন্য কাছে আহ্বান করেছে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও থানা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক ইমাম হোসেন বাদল।

রবিবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় বিএনপির কাছে তিনি এ আহ্বান জানান।

বার্তায় তিনি বলেন, ‘প্রিয়, বিএনপির সংগ্রামী সহযোদ্ধা ভাই ও বন্ধুগন, আমরা বিগত ১৭ বছর অনলাইন ও রাজপথে দলের জন্য কাজ করতে গিয়ে মামলা-হামলা জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েও সরব ছিলাম। কিছু লোক ৫ আগষ্টের আগেও ফ্যাসিস্ট সরকারের দোষর হিসাবে ব্যবসা বানিজ্য করেছে, ৫ আগষ্টের পরেও দলের কিছু দায়িত্বশীল নেতাদের আশ্রয়ে হাট-ঘাট ও জুট সেক্টর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ভাগ-বাটোয়ারা করে সুবিধা নিচ্ছে। তারা আজ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে দলকে জনগণের মাঝে বিতর্কিত করে যাচ্ছে। তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত সুবিধাবাদী লোকদের দলের হাইকমান্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ কাজ যার যার অবস্থান থেকে কাজ করা উচিৎ বলে মনি করি। তাহলে হয়তো এ কাজ জনগণের মাঝে বিএনপির বিরুপ ধারণা বদলে যেতে সহায়তা করবে।’

RSS
Follow by Email