সোমবার, জুলাই ১৪, ২০২৫
Led02রাজনীতি

বিএনপির অফিসে আগুন ও ব্যবসায়ীকে মারধরের গুজবে যা বললেন টিপু

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে বিএনপির অফিসে জনতার আগুন ও চাষাড়ায় ব্যবসায়ীকে মারধরের গুজবটি ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। রবিবার (১৩ জুলাই) লাইভ নারায়ণগঞ্জকে দেওয়া এক বক্তব্যে এ প্রতিক্রিয়া জানান তিনি।

আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আগেও ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এখনো একটি গোষ্ঠী বিএনপিকে বদনাম করার জন্য এই ধরনের গুজব ছড়াচ্ছে। তারা জানে বিএনপি একটি সর্ববৃহৎ দল এবং আগামী নির্বাচনে মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, তাই এই ষড়যন্ত্র করা হচ্ছে। বিএনপির ভাবমূর্তি নষ্ট করার এই ষড়যন্ত্রকে আমরা নিন্দা জানাই।’

প্রশাসনের কাছে আহবান জানিয়ে তিনি আরও বলেন, ‘যারা এই ধরনের গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ একটি রাজনৈতিক দলের অফিসে আগুন বা কেউকে মারধরের ঘটনার সরাসরি গণতন্ত্রের প্রতি আঘাত। আমরা এই ধরনের সকল ষড়যন্ত্রকারীদের তীব্র নিন্দা জানাই। দেশবাসীর প্রতি আহ্বান থাকবে, আপনারা জাগ্রত থাকুন, ফ্যাসিস্টদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি।’

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রূপগঞ্জে বিএনপির অফিসে আগুন দেয় জনতা ও চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে মারধরের দাবি করে কিছু ছবি ও ভিডিও ছড়িযে পরে।

মুক্তিবাহিনী নামের একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়, ‘রূপগঞ্জে বিএনপি অফিসে আগুন দিয়েছে সাধারণ জনতা’। তবে ভিডিওগুলো যাচাই করে এগুলোকে গুজব বলে গণমাধ্যমে নিশ্চিত করেছে ফ্যাক্টচেক প্ল্যাটফর্ম ডিসমিসল্যাব। তারা জানায়, ভিডিওটি আসলে একাত্তর টিভির গত বছরের ৮ অক্টোবরের একটি প্রতিবেদন থেকে নেওয়া।

অপরদিকে ‘চাষাড়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে বাসা থেকে তুলে নিয়ে এসে যুবদল নেতা জাহিদুল ও তার অনুসারীরা নির্মমভাবে কুপিয়ে জখম করছে’ দাবি করে এক পোষ্ট দেওয়া হয়। দিল্লি না ঢাকা নামের ফেসবুক পেইজ থেকে প্রচারিত ভিডিওটি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ভিডিও গণমাধ্যমে বলে নিশ্চিত করেছেন একাধিক স্থানীয়রা।

এ বিষয়ে কুমিল্লার বাসিন্দা দেবীদ্বার এলাকার আরিফুল ইসলাম জানায়, ‘এটা আমাদের দেবিদ্বারে ৪ আগস্ট ২০২৪ ছাত্রলীগ কতৃক ছাত্রদের উপর হামলার ভিডিও।’

ব্যবসায়ীকে মারধরের বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গণমাধ্যমে জানান, আমাদের কাছে এমন কোন ঘটনার অভিযোগ আসেনি। ভিডিওটি ফেইক হতে পারে।

RSS
Follow by Email