বিএনপিকে চরমোনাই’র শায়েখ ‘ছাত্রদের আন্দোলনের ভিত্তি দিয়ে আপনারা মুক্তি পেয়েছেন’
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপিকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সিনিয়র নায়েবে আমীর (শায়েখ চরমোনাই) মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি বর্তমানে যে বক্তব্য দিচ্ছে সেটা তাদের কাছেই প্রশ্ন করা উচিৎ। এই ছাত্রদের আন্দোলনের ভিত্তি দিয়ে আজকে আপনারা মুক্তি পেয়েছেন, রাজনীতি করতে পারছেন। রক্ত এখনো শুকায় নাই, হসপিটাল থেকে হাজারো রুগি বের হতে পারে নাই। এর মধ্যে সমস্ত অবদান ভুলে গেছেন? বাংলাদেশের মানুষ নিমকহারামকে কোন ভাবেই পছন্দ করে না, এবং করবে না। কাজেই সতর্ক হোন, যদি আপনাদের বক্তব্য সঠিক ভাবে, সুস্থ ভাবে সুচিন্তিত ভাবে প্রদান না করেন। তাহলে আপনাদের ভবিষ্যৎ কি আমি জানি না। বাংলাদেশের মানুষ কোন জালেমকে পছন্দ করে নাই, করবেও না।
শনিবার (২৫ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ শিল্পকথা একাডেমিতে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নির্বাচনে আমরা ইসলামের পক্ষে একটি বাক্স দিতে চাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মুসলমান ও হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টানরাও ভোট দিবে। বিএনপি কেনো যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে আমরা জানি না। বিএনপির বক্তব্য এখন আগের বক্তাদের বক্তব্যের সাথে মিল নাই। আমাদেরও ফ্যাসিস্টের সংখ্যা হিসেবে ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, আমি বলতে চাই, বিতর্কিত কোন আওয়ামী লীগের নির্বাচনে ইসলামী আন্দোলনে অংশগ্রহন করে নাই। জাতীয় বিতর্কিত কোন নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহন করে নাই। জাতীয় নির্বাচনকে ও স্থানীয় নির্বাচনকে আমরা কখনোই এক মনে করি না। বরং ইসলামী নির্বাচনে সবাই অংশগ্রহন করেছেন। কেউ নামে কেউ বেনামে, কেউ ডায়রেক্ট কেউ ইনডায়রেক্ট। জামায়াতের অনেক প্রার্থী আছে চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হয়েছেন। বিএনপির হাজারো প্রমাণ রয়েছে যারা নির্বাচনে অংশ গ্রহন করেছেন। স্থানীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহন করেছেন নাম বিহীন, জামায়াত নির্বাচন করেছেন নাম বিহীন আর আমরা নির্বাচন করেছি প্রকাশ্যে। কিন্তু জাতীয় নির্বাচনে বিতর্কিত নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহন করে নাই। কেউ যদি বলে ইসলামী আন্দোলন ফ্যাসিস্টদের সহযোগী ছিলো, আমি বলবো আপনারা তক্বের ভুল। আমরা আপনাদের দ্বিতীয়বার পর্যালোচনা করার দাবি রাখি।
নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগছনিক সম্পাকত (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, বিশেষ বক্তা হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর’র সভাপতি মুফতি মুহাম্মাদ মাসুম বিল্লাহসহ নেতৃবৃন্দ।