বিআরটিসি এসি বাস চালুর দাবিতে যাত্রী অধিকার ফোরামের স্মারকলিপি
লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি এসিবাস চালু করার দাবিতে বিআরটিসি প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. অনুপ সাহাকে স্মারকলিপি দিয়েছেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। বুধবার (১২ মার্চ) দুপুরে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশে গণপরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বেসরকারি গণপরিবহন গুলোর অব্যবস্থাপনার মধ্যে সেবা মূলক প্রতিষ্ঠান বিআরটিসির কারণে জনগণের দুর্ভোগ অনেকটা লাঘব হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্তমানে বিআরটিসির দ্বি-তল ননএসি বাস সার্ভিস চলমান রয়েছে।
২০১১ সালে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির এসিবাস সার্ভিস চলমান ছিল। পরে সরকার দলীয় ব্যক্তিবর্গের জনবিরোধী দুর্বৃত্তায়নের কারণে তা বন্ধ হয়ে যায়। গত ৫ আগস্ট সরকার বদলের পরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ৬৫ টাকা ভাড়ায় এসিবাস সার্ভিস চালু হলে নারায়ণগঞ্জবাসী স্বস্তি বোধ করে। কিন্তু আমরা দেখলাম কয়েক মাস পরে তা আবার বন্ধ হয়ে যায়।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্খা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে সমতা ফিরিয়ে আনা। গণ-পরিবহন নিয়ে বিগত সরকারের শাসনামলে যে অরাজকতা ছিল তা দূর করার জন্য আমরা বিআরটিসির চেয়ারম্যান হিসেবে আপনার সহযোগিতা কামনা করছি। আমরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ৬৫ টাকা ভাড়ায় এসিবাস সার্ভিস চালু করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা আশা করছি গরমের এই সময়ে এই রুটে অন্তত ৩০ টি এসিবাস যুক্ত করে নারায়ণগঞ্জ বাসীর দুর্ভোগ লাঘবে আপনি সহায়তা করবেন।” বিআরটিসি চেয়ারম্যান ঢাকা-নারায়ণগঞ্জ রুটে দ্রুত এসিবাস পুনরায় চালু করার বিষয়ে যাত্রী ফোরাম নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন।
সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহা ও ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংসু সাহা।