বুধবার, মার্চ ২৬, ২০২৫
Led04আদালতফতুল্লা

বায়ু দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, এক প্রতিষ্ঠানে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: বায়ু দূষণ বন্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৪ মার্চ) ফতুল্লা উপজেলার চর বক্তাবলীর চরবয়রাগাদি এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি ইটভাটার কার্যক্রম বন্ধ ও ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয় বলে জানায় পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. নাহিদ নিয়াজ শিশির এর নেতৃত্বে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমন্বয়ে গঠিত একটি টীম অভিযান পরিচালনা করে। ফতুল্লা চর বক্তাবলী চরবয়রাগাদি এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী নিম্নোক্ত মেসার্স সি বি এফ ব্রিক ফিল্ড থেকে ৪ লাখ টাকা ধার্যপূর্বক আদায় করা হয়েছে এবং কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারাখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

RSS
Follow by Email