শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
Led05ধর্মবন্দর

বাহাদুর শাহ’র নেতৃত্বে বন্দরে জশনে জুলুস মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ:) উপলক্ষে জশনে জুলুস মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে বন্দরের মদনগঞ্জ থেকে

শুরু হয়ে দীর্ঘ ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নবীগঞ্জ বাদ এ জান্নাত কবরস্থান মসজিদে এসে আসর নামাজ আদায়ের পর দোয়া মাহফিলের মাধ্যমে জুলুস মিছিল শেষ হয়।

জুলুস মিছিলে নেতৃত্বে দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদীর। জুশনে জুলুস কমিটির সভাপতি নাসিক ২৩নং ওয়ার্ড
কাউন্সিলর আবুল কাউসার আশা, সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক সোহেল মিয়া, ডা. নায়েব আলী, গোলজার হোসেন, হিমেল, অনিক, তারেক, আকাশসহ কমিটির লোকেরা জুলুস মিছিলের সার্বিক তত্তাবধানে ছিলেন।

মিছিল শেষে দোয়ায় উপস্থিত ছিলেন, মাওলানা মাহবুবল আল কাদরী, মাওলানা বদরুল আলম, মাওলানা কাজী সিরাজুল ইসলাম, মাওলানা আবু সাঈদ, মাওলানা হাসান মুরাদ, মাওলানা সোহরাব আলী, মাওলানা মাসুদুর রহমান প্রমুখ। প্রতি বছরের ন্যায় এবারও হাজার হাজার মুসল্লী জুলুস মিছিলে অংশ গ্রহণ করেন।

RSS
Follow by Email