বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04রাজনীতি

বাস ভাড়া কমিয়ে জনদুর্ভোগ কমাতে যাত্রী অধিকার ফোরামের লিফলেট বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী বাসের ভাড়া কমানো, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়ার দাবিতে নগরীতে লিফলেট বিতরণ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট প্রচারণা শুরু হয়। চাষাড়া থেকে প্রচারণা শুরু হয়ে বঙ্গবন্ধু রোড, কালীর বাজার, উকিলপাড়া, দুই নং রেলগেট হয়ে মণ্ডলপাড়ায় শেষ হয়। প্রচারণায় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

লিফলেটে উল্লিখিত দাবিগুলো হলো, নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা; নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোগ, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম, কোবগা (তাজমহল) রুটের সিএজি চালিত সকল বাসের ভাড়া দ্রুত কমানো; ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করা এবং নারায়ণগঞ্জ-ঢাকা রুটে এসি বাসের ভাড়া বিআরটিসি ৬০ টাকা এবং বেসরকারী ৬৫ টাকা করা।

প্রচারণার পূর্বে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, বাসদের জেলা সদস্য সচিক আবু নাইম খান বিপ্লব, সিপিবির জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রর্তী, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বক তরিকুল সুজন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন।

বক্তারা বলেন, আমরা চাই স্বৈরাচার মুক্ত নারায়ণগঞ্জে প্রশাসন হবে জনবান্ধব। পরিবহন মালিকদের একচেটিয়া মুনাফা করার যে সুযোগ শেখ হাসিনা দিয়েছিলেন তা বন্ধ করতে হবে। জনগণের স্বার্থকে সর্বত্র অগ্রাধিকার দিতে হবে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নারায়ণগঞ্জে বাস ভাড়া কমিয়ে জনদুর্ভোগ দূর করা না হলে উদ্ভুত পরিস্থিতির দায় প্রশাসনকেই নিতে হবে।

সংগঠনটি থেকে জানানো হয়, ৩০ অক্টোবর বুধবার থেকে ৫ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহ ব্যাপি প্রচারণা ও মতবিনিময় শুরু হবে। ১ থেকে ৯ নভেম্বর পর্যন্ত ছাত্র, শ্রমিক, শিক্ষক, নারীসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তি, নাগরিক ও সংগঠনের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

RSS
Follow by Email