বাস ভাড়া কমানোর দাবিতে শ্রমিক নেতাদের সাথে মতবিনিময়
লাইভ নারায়ণগঞ্জ: জেলার শ্রমিক নেতাদের সাথে বাস ভাড়া কমানোর দাবিতে মতবিনিময় সভা করে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। রবিবার (৩ নভেম্বর) বিকালে নগরীর সিপিবির জেলা সভাপতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় সংগঠনের আহবায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি হাফিজুল ইসলাম, এম এ শাহীন, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টার জেলা সমন্বয়ক সেলিম মাহমুদ, বিপ্লবী শ্রমিক পার্টির জেলা সমন্বয়ক আবু হাসান টিপু, শহিদুল আলম নান্নু, জাতীয় শ্রমিক ফেডারেশন এর হিমাংসু সাহা, এইচ রবিউল চৌধুরী, বাংলাদেশ শ্রমিক সংহতির জেলা সভাপতি অঞ্জন দাস প্রমুখ।
বক্তারা বলেন, ১৫ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১৭ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ শহরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস সর্বাত্মক হরতাল পালিত হবে। গণসংযোগে শিক্ষক ও ছাত্রবৃন্দ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন। সভায় বক্তারা নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ রুটের সিএজি চালিত সকল বাসের ভাড়া দ্রুত কমানো, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করা এবং নারায়ণগঞ্জ-ঢাকা রুটে এসি বাসের ভাড়া বিআরটিসি ৬০ টাকা এবং বেসরকারী ৬৫ টাকা করার দাবিতে আন্দোলন আরও বেগবান করার পক্ষে মতামত ব্যক্ত করেন। বক্তারা ১৫ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জ শহরে অর্ধদিবস সর্বাত্মক হরতাল সফল করার সার্বিক প্রস্তুতির বিষয়ে সভায় বক্তারা মতামত ব্যক্ত করেন।