রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
রাজনীতি

বাস ভাড়া কমানোর দাবিতে নগরীতে পথসভা অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: বাস ভাড়া কমানো ও ছাত্রদের অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে পথসভা করেছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। রবিবার (১০ নভেম্বর) বিকেলে নগরীর ২নং রেলগেট, ১নং রেল গেট, বন্দর ঘাট ও কালীর বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনের জেলা আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সম্পাদক সেলিম মাহমুদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন ও নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু।

পথসভায় বক্তারা বলেন, যাত্রী অধিকার সংরক্ষণ ফেরামের বর্তমান দাবি নারায়ণগঞ্জের গণ—মানুষের দাবি। নারায়ণগঞ্জের পরিবহন মাফিয়ারা পালিয়ে গেলেও তাদের সুবিধাভোগী অনেক চাঁদাবাজ এখনো পরিবহনে বহাল রয়েছেন। প্রশাসন যদি চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে তবে এর পরিণতি হবে ভয়াবহ। নারায়ণগঞ্জের মানুষের যৌক্তিক দাবি মানতে হবে। ১৫ নভেম্বরের মধ্যে যদি নারায়ণগঞ্জ—ঢাকা রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা না হয়, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা না হয় তবে ১৭ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ শহরে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অর্ধ বেলা সর্বাত্মক হরতাল পালিত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, সিপিবির জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, শহর সভাপতি আবদুল হাই শরীফ, নারায়ণগঞ্জ সাংস্কৃকি জোটের সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজল, গণসংহতি আন্দোলনের জেলা সংগঠক বিপ্লব খান প্রমুখ।

RSS
Follow by Email