বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led03পরিবহনসদর

বাস টার্মিনালে ‘যাত্রী সংকট’, বলছেন সংশ্লিষ্টরা

লাইভ নারায়ণগঞ্জ: চলামান পরিস্থিতির কারণে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রী সংখ্যা অনেকটাই কম লক্ষ্য করা গেছে। বাস সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী সংকটে ভুগছেন তারা।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, বন্ধন, উৎসব, বন্ধু এবং বিআরটিসি কাউন্টারে যাত্রী সংখ্যা কম। অল্প যাত্রী নিয়েই টার্মিনাল থেকে বাস ছাড়ছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বন্ধন বাস কাউন্টারের ম্যানেজার জানান, ২৪ তারিখ থেকে আমরা বাস চালাতে পারছি। কোন অসুবিধা হচ্ছে না। তবে, যাত্রী কম। ৪-৫জন করে যাত্রী নিয়ে আমরা বাস ছাড়তেছি।

বাস চালক মো. হৃদয় বলেন, যাত্রীর চাপ খুব কম। আগে ৬-৭টা টিপ মারতাম, এখন ৩-৪টা টিপ মরি। এই গেঞ্জামের ভয়ে মানুষ বের হয় না। রাস্তার পরিস্থিতিও খারাপ। ২৪ তারিখের পর থেকে একটু ভালো ভাবে চলতে পারতেছি।

যাত্রীরা বলছেন, আমি এখানে ব্যবসার কাজে আসি। আগে যে কষ্টিংয়ে কাজ করতাম, এখন তার চেয়ে একটু বেশি। যেই পরিস্থিতি চলতেছে, এর জন্য একটু আতঙ্ক আছি। সরকারের কাছে আবেদন, যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা হয়। নাহলে আমাদের যতই সিকিউরিটি দেওয়া হোক, আমাদের মনের মধ্যে একটা আতঙ্ক থাকবেই।

RSS
Follow by Email