রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
জেলাজুড়েসোনারগাঁ

বাসে অপরিচিতদের হাতে খাদ্য গ্রহণ, ব্যবসায়ীর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয় বাসে অপরিচিতদের হাতে খাবার খেয়ে ওমর ফারুক (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সোনারগাঁয়ের কাচপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী মো. ওমর ফারুক সোনারগাঁয়ের কাঁচপুর এলাকার আহমেদ আলী খানের ছেলে।

নিহতের ভাই রফিকুল ইসলাম খান জানান, আমার ভাই ইলেকট্রনিক পণ্যের ডিলার ছিলেন। আজ দুপুরের বাসে করে বাসায় ফেরার পথে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাকে কিছু খাইয়ে অচেতন করে সবকিছু নিয়ে যায়। পরে বাসে অচেতন অবস্থায় পড়ে থাকলে আমাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান।

RSS
Follow by Email