বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দশতলা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক আব্দুল কুদ্দুস (৩৫) শরীয়তপুরের সখিপুর থানার বাসিন্দা।
হাইওয়ে পুলিশের শিমরাইল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন জানান, কুদ্দুস তার ইজিবাইক নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে যাচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে আসা দুটি ইজিবাইককে পাশ কাটাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন এবং সড়ক বিভাজকের সঙ্গে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিদর্শক জুলহাস উদ্দিন আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।