বাসি গ্রিল-চিকেন চাপ পাওয়ায় ‘কিং প্যালেস’ রেস্টুরেন্টে জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: কিং প্যালেস রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা মাংস, আগে রান্না করা বাসি গ্রিল, চিকেন চাপ ও শিক কাবাব পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে সোনামিয়া মার্কেটে ওই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ নিয়মিত তদারকি এবং ব্যবসায়ীরা যাতে ভোক্তার কাছে গুণগত খাদ্য পণ্য সরবরাহ করে সে লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, অভিযানে প্রতিষ্ঠানটিতে ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস, পূর্বে রান্না করা বাসি গ্রিল, চিকেন চাপ ও শিক কাবাব পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ম্যানেজার মো.আল আমিন অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কিং প্যালেস রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে বাসি, আগে রান্না করা খাদ্য দ্রব্য জনসম্মুক্ষে ধ্বংস করা হয়। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।