বাল্য বিবাহ প্রতিরোধে না.গঞ্জে কর্মশালা অনুষ্ঠিত
লাইভ নারায়ণগঞ্জ: সরকারী নীতিমালা অনুসারে বিবাহ তালাক রেজিস্ট্রেশন ও বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে নারায়ণগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা কাজী সমিতির উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
জেলা কাজী সমিতির সভাপতি কাজী মো. ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান। তিনি বিবাহ তালাক রেজিস্ট্রেশন ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বাল্য বিবাহ প্রতিরোধে তিনি সকল নিকাহ রেজিস্ট্রারদের কঠোর নির্দেশনা প্রদান করেন। জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করার মাধ্যমে মেয়েদের ১৮ বছর এবং ছেলেদের ২১ বছরের কম বয়সে বিবাহ না পড়ানোর ওপর জোর দেন।
এসময় তিনি বলেন, নিজেরা একতা বজায় রাখুন। বাল্য বিবাহ আপনি না পড়ালে অন্য কেউ পড়াতে পারবে না, এটা নিশ্চিত করতে হবে।
জেলা কাজী সমিতির সভাপতি কাজী মো. ইসলাম মিয়া বাল্য বিবাহ নিরোধে নিকাহ রেজিস্ট্রারদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এই কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী নাজমুল ইসলাম বাবুল। এছাড়াও বক্তব্য রাখেন জেলা রেজিস্ট্রার অফিসের প্রধান সহকারী মহাসিন আলী।