বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধে আনসারের সেবামূলক কার্যক্রম
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ১৪ নং ওয়ার্ডে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নিয়মিত সমাজসেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন ১৪ নং ওয়ার্ডের দলনেতা তারক ঘোষ, যার ধারাবাহিক প্রচেষ্টায় স্থানীয় জনগণের মধ্যে সচেতনতার জোয়ার সৃষ্টি হয়েছে।
সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ এই দলনেতা তার নিজ এলাকার দেওভোগ ডি. এন. রোড, নন্দীপাড়া, পালপাড়া, ভুঁইয়ার বাগ ও দাতা সড়কসহ বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে “বাল্যবিবাহ, নারী ও শিশু সুরক্ষা, যুব উন্নয়ন, ইভটিজিং ও মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক উঠান বৈঠক” আয়োজন করে আসছেন।
তারক ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত এসব উঠান বৈঠকে এলাকার সচেতন যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বৈঠকগুলোতে সমাজে বাল্যবিবাহ রোধ, মাদকাসক্তি প্রতিরোধ, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি ও উন্নয়নমুখী সমাজ গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় তরুণ প্রজন্মকে সমাজের ইতিবাচক পরিবর্তনে এগিয়ে আসতে উৎসাহিত করা হয়।
দলনেতা তারক ঘোষ বলেন, “আমাদের সমাজে স্থায়ী পরিবর্তন আনতে হলে সচেতনতা সৃষ্টি ও তরুণদের সম্পৃক্ত করাই মূল চাবিকাঠি। বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
উল্লেখযোগ্যভাবে, তিনি প্রতি মাসে নিয়মিতভাবে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দুটি করে উঠান বৈঠক আয়োজন করছেন, যা ইতিমধ্যেই স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করেছে। জনসচেতনতা বৃদ্ধিতে তার এই ধারাবাহিক প্রচেষ্টা সমাজে প্রশংসিত হচ্ছে।