বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04জেলাজুড়ে

বায়ু ও শব্দ দূষণ: নারায়ণগঞ্জের ৩ রি রোলিং মিলসে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: বায়ু ও শব্দ দূষণ বন্ধে নারায়ণগঞ্জের ৩ রি রোলিং মিলসে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় প্রতিষ্ঠান গুলোর কর্তৃপক্ষকে ২ লাখ করে ৬ লাখ টাকা জরিমানা করেছে।

নারায়ণগঞ্জের বন্দর, সোনারগাঁ ও রূপগঞ্জে মঙ্গলবার (২৬ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর অভিযানটি পরিচালনা করেন। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

জরিমানা দেওয়া প্রতিষ্ঠান গুলো হলো বন্দরের মদনপুর দেওয়ানবাগ এলাকার মেসার্স বিক্রমপুর রি রোলিং মিলস, সোনারগাঁয়ের বড় নগর মৃধাকান্দি এলাকার এইচ কে জি স্টিল মিলস লিমিটেড ও রূপগঞ্জের রুপসী মৈকুলি এলাকার জিংডা ইন্ডাস্ট্রিজ কোং লিমিটেড।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান জানান, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী অভিযান পরিচালনা করে মেসার্স বিক্রমপুর রি রোলিং মিলস (প্রা:) লি: (স্টিল ইউনিট) এবং এইচ কে জি স্টিল মিলস লিমিটেডকে জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email