মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
Led04আদালতসদর

বায়ুদূষণ রোধে নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

লাইভ নারায়ণগঞ্জ: বায়ুদূষণ রোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার খন্দকার শমিত রাজা-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম রাসেদ উপস্থিত ছিলেন এবং সহকারী পরিচালক মো: রাসেল মাহামুদ প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ১১(খ) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়। নারায়ণগঞ্জের সদর উপজেলায় বায়ুদূষণকারী মেসার্স নিপুন ট্রেডার্স (ডিএন রোড, পাগলা, তালতলা) নামক প্রতিষ্ঠানটি থেকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

এ সময় বেশ কয়েকটি বায়ুদূষণ সৃষ্টিকারী বালুগদির মালিককে কঠোর সতর্ক করা হয়। বায়ুদূষণ রোধে নির্মাণ সামগ্রী ঢেকে রাখা এবং নিয়মিত পানি ছিটানোর জন্য তাঁদের সচেতনতামূলক ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।

এছাড়াও পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত রাস্তার কনস্ট্রাকশনের দায়িত্বপ্রাপ্ত এস ডি এল কিউ এন্ড সি এস আই জে ভি নামক প্রতিষ্ঠানের এনভায়রনমেন্টাল সেফটি অফিসার জনাব মোঃ লিটন সহ কয়েকজনকে বায়ুদূষণ রোধে নিয়মিত পানি ছিটানোর জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানে পরিচালনাকারী টিমের সামনেই রাস্তায় পানি ছিটানোর ব্যবস্থা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email