বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
Led02রাজনীতি

বাবুরাইল গণসংযোগে মাসুদুজ্জামান “মানুষের প্রতিক্রিয়া দেখে আমি আশাবাদী, একটি ইতিবাচক বিপ্ল­ব ঘটবে”

লাইভ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী, ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামানের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডের বাবুরাইল এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এই গণসংযোগে স্থানীয় তরুণ ভোটারসহ নানা বয়সী মানুষের সক্রিয় অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বুধবার (১৯ নভেম্বর)এ গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, ওয়ার্ড কমিটির সদস্যরা এবং এলাকার সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দলীয় নেতারা ভোটারদের হাতে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাবনা এবং নির্বাচনী প্রতিশ্রুতির লিফলেট বিতরণ করেন। স্থানীয় জনগণ নিজেদের প্রার্থীকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়। স্বতস্ফুর্তভাবে তারা মাসুদুজ্জামানের গণসংযোগে অংশ নেন।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাসুদুজ্জামান বলেন – আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। আজকের কর্মসূচিতে আমাদের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী দলের একজন অভিভাবকসুলভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা – যিনি শুধু নারায়নগঞ্জ জেলা নয়, বিগত সময়ে সারা বাংলাদেশে বিএনপির হয়ে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে মানুষের দোরগোড়ায় যেতে পেরে আমি গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করি।”

তিনি আরও বলেন – আমরা আজ মানুষকে বোঝাতে চেষ্টা করেছি যে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। নারায়ণগঞ্জের ১৬ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে আমরা এই বার্তা পৌঁছে দিতে পেরেছি বলে আমি মনে করি। মানুষের প্রতিক্রিয়া দেখে আমি খুব আশাবাদী যে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে একটি ইতিবাচক বিপ্ল­ব ঘটবে।

গণসংযোগে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ও উদ্দীপনায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। তরুণ ও প্রবীণ সমর্থকদের অংশগ্রহণে গণসংযোগটি ১৬ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সম্পন্ন করে। স্থানীয় জনগণের মধ্যে বিএনপির প্রতি গভীর আস্থা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটে এই কর্মসূচিতে।

গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য; মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন, সদস্য মহানগর। বন্দর থানা বিএনপির; সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সা-সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল ও সা-সম্পাদক শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। গণসংযোগের সময় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন মাসুদুজ্জামান এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

RSS
Follow by Email