রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
ধর্ম

বাবুরাইলে খাঁজা মঈনুদ্দিন চিশতীর বাৎসরিক ওরশ শুরু

লাইভ নারায়ণগঞ্জ: ঐতিহ্যবাহি হযরত খাঁজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) ৭০ তম বাৎসরিক ওরশ মোবারক শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) রাত নয়টায় নগরীর বাবুরাইল আজমেরী গলি ২ নং এলাকায় সাতদিনব্যাপি এ ওরশ শুরু হয়েছে।

হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ খানকায়ে দারুল ইস্ক চত্বরে তরিকার পতাকা উত্তোলন করে ধর্মীয় অনুভূতি ভাবগাম্ভীর্যে আনন্দঘন পরিবেশে ওরশ মোবারকে উদ্বোধন করেন ঢাকা নবাব বাড়ির বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই।

এর আগে পীরজাদাদের ফুল দিয়ে বরন করেন ওরশ কমিটি ও পীরভাই আশেকান ভক্তবৃন্দরা। এসময় ওরশ মোবারক উদ্বোধন উপলক্ষে বর্নিল আতশবাজি ফোটানো হয়।

২ জানুয়ারী বা ১রজ্জব ওরশ মোবারক শুরু হয়ে ৭ রজ্জব ৮ জানুয়ারী পর্যন্ত সাত দিনব্যাপী নানা কর্মসূচীর পালন করে অনুষ্ঠিত হবে হযরত খাজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ:) বাৎসরিক ওরশ মোবারক। ৮ জানুয়ারী বাদ আসর আখেরী কুল ফাতেহার মধ্যদিয়ে ওরশ মোবারকের সমাপ্ত হবে।

ওরশ উদ্বোনের সময় উপস্থিথ ছিলেন, হযরত খাজা মঈনুদ্দিন চিশতী ওরশ উদযাপন কমিটির সহ সভাপতি শফিকুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী রেজা রিপন, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, কোষাদক্ষ গোলাম মোস্তফা চঞ্চল, সহ কোষাদক্ষ ফাইজুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক রুহুল আমীন স্বপন, সহ প্রচার সম্পাদক মোঃ মিঠু হাসান, সহ দপ্তর সম্পাদক মোঃ রিফাত কমিটির সদস্য গোলাম সারোয়ার শুভ, সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ তরিকার পীর ভাই বোন ও আশেকান ভক্তবৃন্দরা এসময় উপস্থিথ ছিলেন।

ওরশ মোবারকের অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে বাবুরাইল এলাকায় অবস্থিত হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নক্সেবন্দ (রহঃ) খানকায়ে দারুল ইসক প্রতিদিন রাত সাড়ে ৯টায় কুল ফাতেহা মজলিশে সামা (কাওয়ালী) এবং রাত ১০ টায় বাংলা বয়াতী গানের আসর অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারী সকালে নেওয়াজ বিতরণ, ও বাদ আছর আখেরী কুল ফাতেহা মধ্যদিয়ে ওরশ সমাপ্ত হবে।

সাতদিন ওরশে মোবারকের ৬ দিন বাংলা বয়াতি গান পরিবেশন করবেন ২ জানুয়ারী ১ রজ্জব বৃহস্পতিবার মোঃ টিটন সরকার বনাম আক্তার দেওয়ান, ৩ জানুয়ারী ২ রজ্জব শুক্রবার মোঃ বাদল সরকার বনাম কবি সালাউদ্দিন, ৪ জানুয়ারী ৩ রজ্জব মোঃ ফজল সরকার বনাম স্বপন দেওয়ান , ৫ জানুয়ারী ৪ রজ্জব রবিবার মোঃ ফারুক সরকার বনাম মোঃ নজরুল দেওয়ান, ৬ জানুয়ারী ৫ রজ্জব সোমবার মোঃ পলাশ দেওয়ান বনাম ইউসূফ সরকার, ৭ জানুয়ারী ৬ রজ্জব মঙ্গলবার মোঃ সফিক সরকার বনাম মোঃ শরিফ সরকার।

উল্লেখ্য, হিন্দুস্থানের আধ্যাত্মিক বাদশাহ সুলতানে হিন্দ, আতায়ে রাসুল (সা:) হযরত সৈয়দ খাঁজা মঈনউদ্দিন চিশ্তী গরীবে নেওয়াজ হাসান সানজারী (রহ:) এর ওরশ মোবারক ১৯৫৫ সালে বাবুরাইলে ওরশ উদ্বোধন করেন নবাববাড়ীর খানকায়ে দারুল ইশকের পীরে কামেল হযরত শাহ্ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ আবুল ওলা (রহ:) । তখন থেকে ৭০ বছর যাবত এ ওরশ শরীফ পরিচালনা করতেন জননেতা আলী আহমেদ চুনকা, এরপর দয়িত্ব পালন করেন জামির আহমেদ জমু, আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব আলমাস সরদার, আলহাজ্ব মোঃ শহীদুল্লাহ। বর্তমানে ওরশ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন- আলহাজ্ব মনোয়ার হোসেন মনা, ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আলী রেজা রিপন।

RSS
Follow by Email