বাবার কবরের পাশেই শায়িত হলো রিপন
লাইভ নারায়ণগঞ্জ: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত আলী আহাম্মদ চুনকার বড় ছেলে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন। সোমবার (৭ এপ্রিল) সকালে হৃদরোগ জনিত কারণে মৃত্যু হয় তার। এর আগে একই দিন সকালে ৭টা ১০ মিনিটে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ইসলাম হার্ট সেন্টারে নেয়া হয়। অতঃপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে আলী রেজা রিপনের বয়স ছিল ৫৫ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বাদ আসর তার জানাযার অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নেয় আত্মীয়, শুভার্থীসহ হাজারো মুসুল্লি। পর মাসদাইর সিটি কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।