বাবার উপর প্রতিশোধ নিতে শিশুকে হত্যা করে লাশ গুম, ৭২ দিন পর দুই যুবক গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় বাবার উপর প্রতিশোধ নিতে এক শিশু (৭)কে হত্যা করে লাশ গুমের অভিযোগ পাওয়া গেলে। এই ঘটনার ৭২ দিন পর দুই যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (১৯ মার্চ) তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন।
নিহত শিশুর নাম মুস্তাকিন (৭)। সে ফতুল্লা লামাপাড়া এলাকার হাশিম মিয়ার ছেলে।
অন্যদিকে গ্রেপ্তারকৃত আসামিরা হলে্- ফতুল্লা থানার লামাপাড়া দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন সালাম মিয়ার ভাড়াটিয়া ওবায়েদউল্লাহ বাবুর পুত্র তানজিল (২৪) এবং একই বাড়ির ভাড়াটিয়া মৃত ফরজুল ইসলামের পুত্র নুর মোহাম্মদ ওরফে শাহ আলম (২০)।
ফতুল্লা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা ও নিহত শিশুর পরিবার পাশাপাশি ভাড়া বাসায় বসবাস করতো। একটি মোবাইল নিয়ে তানজিলের সঙ্গে নিহত শিশুর বাবা হাশিম মিয়ার ঝগড়া হয়। এতে তানজিল ক্ষিপ্ত হয়ে তার সহকারী নুর মোহাম্মদ ওরফে শাহ আলমকে সঙ্গে নিয়ে শিশুটিকে অপহরণ ও হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় ফতুল্লা ডিআইটি মাঠ থেকে ৪৫০ টাকা দিয়ে একটি সুইচ গিয়ার কেনে তারা। এরপর তানজিল প্রথমে মুস্তাকিনকে ২০ টাকা দেয় এবং চিপস কিনে দিয়ে অটোরিকশায় করে ফতুল্লা গুদারাঘাট হয়ে কেরানীগঞ্জের কাওটাইল এলাকায় নিয়ে যায়। সেখানে বাইতুল জান্নাত জামে মসজিদের পেছনে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে শিশুটির মুখে কস্টটেপ পেঁচিয়ে মাটিতে শুইয়ে দেয় নুর মোহাম্মদ। এরপর তানজিল তার সঙ্গে থাকা সুইচ গিয়ার দিয়ে শিশুটিকে একাধিকবার ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলেই ফেলে রেখে লামাপাড়ায় নিজ বাসায় ফিরে যায়। শিশুটিকে না পেয়ে তার পরিবার নিখোঁজের বিষয়ে এলাকায় মাইকিং করে। ওই সময় আসামিরাও নিজেদের সন্দেহ এড়াতে মাইকিংয়ে অংশ নেয়।
এরপর দু’তিন দিন পর আসামিরা তাদের নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহে চলে যায়। ঘটনার ১৩ দিন পর ১৮ জানুয়ারি দুপুরে লোকমুখে জানতে পেরে কেরানীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরিচয় না পাওয়ায় শিশুটির লাশ অজ্ঞাতনামা হিসেবে দাফন করা হয়। পরবর্তীতে ২০ জানুয়ারি কেরানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। অন্যদিকে শিশুটির বাবা ৬ জানুয়ারি ফতুল্লা মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে সন্তানের সন্ধান না পেয়ে ১৪ ফেব্রুয়ারি তিনি ফতুল্লা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তে নেমে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের ৭২ দিন পর ১৮ মার্চ সকাল ৯টার দিকে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সামনে থেকে নুর মোহাম্মদ ওরফে শাহ আলমকে গ্রেপ্তার করে। পরে দুপুর ১২টার দিকে একই জেলার ফুলবাড়িয়া থানার কাচিজোড়া এলাকা থেকে তানজিলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে ফতুল্লা থানার লামাপাড়ায় তানজিলের বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচ গিয়ারটি উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, শিশুটির বাবার ওপর প্রতিশোধ নিতেই তাকে অপহরণ করে নদীর ওপারে কেরানীগঞ্জ থানার কাওটাইল এলাকায় নিয়ে হত্যা করা হয়। পরে সেখানকার পুলিশ লাশ উদ্ধার করলেও পরিচয় না পাওয়ায় অজ্ঞাতনামা হিসেবে দাফন করে এবং পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ফতুল্লা থানায় প্রথমে শিশুটির বাবা নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে অপহরণ মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানায়, তদন্তের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়ে ময়মনসিংহ থেকে তানজিল ও নুর মোহাম্মদ ওরফে শাহ আলমকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করা হলে নিহত শিশুর পরিবার থানায় গিয়ে পুলিশের কাছে থাকা জামা-কাপড় দেখে নিহত মুস্তাকিনের পরিচয় নিশ্চিত করেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীণ।