শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
Led05সিদ্ধিরগঞ্জ

বাবাকে খুন করা পলাতক ছেলে না.গঞ্জে গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: কিশোরগঞ্জে মাদকের জন্য টাকা না পেয়ে বাবাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে আব্দুল আওয়াল বাদলকে (৪২) সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঘটনার পর থেকে পলাতক থাকা বাদলকে বুধবার বিকেলে চিটাগংরোড এলাকা থেকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) র‍্যাব-১৪, সিপিসি-২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল এই তথ্য নিশ্চিত করেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল র‍্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানার চট্টগ্রাম রোড এলাকায় অভিযান চালায়। আত্মগোপনে থাকা অবস্থায় সেখান থেকেই আবদুল আওয়াল বাদলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৭ অক্টোবর বাবা আব্দুল মালেকের কাছে মাদকের জন্য টাকা চেয়েছিলেন ছেলে বাদল। টাকা দিতে অস্বীকার করায় বাদল ক্ষিপ্ত হয়ে বাবার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই আব্দুল মালেক মারা যান।

এ ঘটনায় নিহত মালেকের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে গত ১৯ অক্টোবর করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তার বড় ভাই আব্দুল আওয়াল বাদলকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়।

RSS
Follow by Email