বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
ক্রীড়া

বাফুফে একাডেমী কাপ চ্যাম্পিয়ণশিপ: গাবতলী ফুটবল কোচিং ফাইনালে

লাইভ নারায়ণগঞ্জ: বাফুফে একাডেমী কাপ ফুটবল চ্যাম্পিয়ণশিপ ২০২৩-২৪’র ষষ্ঠ দিনের বি-গ্রুপের খেলায় ব্রাদার্স ইউনিয়ণ ফুটবল একাডেমীকে ৫-১ গোলে হারিয়ে পরাজিত করে ফাইনালে পৌছালো গাবতলী ফুটবল কোচিং সেন্টার।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ওসমানী পৌর স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের প্রথমার্ধে গাবতলী ফুটবল কোচিং সেন্টার ১ গোলে পিছিয়ে
থাকলেও দ্বিতীয়ার্ধে ৫ গোল করে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নেয়।

বিজয়ের দলের পক্ষের হয়ে গোল করেন শিহাব, নাদিম, আমিনুল, অমিত এবং মিরাজ।

প্রসঙ্গত, গাবতলী ফুটবল কোচিং সেন্টার ফাইনালে মুখোমুখি হবে সিরাজদৌল্লা ক্লাব ফুটবল একাডেমীর বিপক্ষে। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল ২.৩০ টায় ওসমানী পৌর স্টেডিয়ামে।

RSS
Follow by Email