বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
ক্রীড়াজেলাজুড়েসদর

বাফুফে একাডেমী কাপ চ্যাম্পিয়ণশিপ: গাবতলী ফুটবল কোচিং সেন্টারের জয়

লাইভ নারায়নগঞ্জ: বাফুফে একাডেমী কাপ ফুটবল চ্যাম্পিয়ণশিপ ২০২৩- ২৪’র চতুর্থ দিনে ৬-০ গোলে জয় লাভ করে গাবতলী ফুটবল কোচিং সেন্টার।

রবিবার (২৩ ডিসেম্বর) ওসমানী পৌর স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এ চ্যাম্পিয়ণশিপ কাপ আয়োজিত হয়।

এসময় চ্যাম্পিয়ণশিপের চতুর্থ দিনে গ্রীণ ওয়েলফেয়ার সেন্টারের বিপক্ষে ৬-০ গোলে জয়লাভ করে গাবতলী ফুটবল কোচিং সেন্টার। দলের পক্ষে নাদিম ২টি, অমিত ২টি এবং মোশারফ ১ টি এবং নাইম ১টি করে গোল করে জয় নিশ্চিত করে।

প্রসঙ্গত, আজকের খেলা-বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমী বনাম সিরাজদৌল্লা ক্লাব ফুটবল একাডেমী (বেলা-১২টা) এবং রেইনবো এ্যাথলেটিক ক্লাবে বনাম টিম জিকেএসপি (বিকাল ২:৩০মি) ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

RSS
Follow by Email