রবিবার, অক্টোবর ১২, ২০২৫
Led05সদর

বাপা’র নতুন নেতৃত্বে অ্যাড. মাসুম-তারেক বাবু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জকে দূষণমুক্ত করার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর নতুন কমিটি গঠিত হয়েছে। সম্মেলনের শেষে অ্যাড. মাহবুবুর রহমান মাসুমকে সভাপতি এবং তারেক বাবুকে সাধারণ সম্পাদক করে বাপা নারায়ণগঞ্জের নতুন কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার রাতে নগরীর বঙ্গবন্ধু সড়কের আলী আহম্মদ চুনকা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত বাপা’র জেলা সম্মেলনে বক্তারা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনের জিরো টলারেন্স নীতি গ্রহণের ওপর জোর দেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাপা নারায়ণগঞ্জ জেলা শাখার বিদায়ী সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক। বাপা’র কেন্দ্রীয় সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদার বলেন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা যথেষ্ট। তিনি পলিথিন-প্লাস্টিক দ্রব্য ব্যবহার কঠোরভাবে দমন করা এবং এ বিষয়ে জনসচেতনতা জোরদার করার আহ্বান জানান। ড. তালুকদার তরুণ সমাজকে পরিবেশ রক্ষার কাজে সম্পৃক্ত করার গুরুত্বও তুলে ধরেন। তিনি হুঁশিয়ারি দেন যে, পরিবেশ দূষণরোধে জিরো টলারেন্স পদক্ষেপ না নিলে বিশ্ব সভ্যতা ধ্বংসের মুখে পড়বে।

বাপার নবনির্বাচিত সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জে ডেঙ্গুর বিস্তৃতির প্রধান কারণ পরিবেশ দূষণ। রি-সাইকেল সিস্টেমের ঘাটতি এবং সিটি করপোরেশনসহ প্রশাসনের অবহেলা পরিস্থিতিকে জটিল করছে। তিনি নারায়ণগঞ্জে হকার ও ব্যাটারিচালিত রিকশার কারণে শহরের পরিবেশ নাজুক হওয়ার বিষয়টি উল্লেখ করেন।

শীতলক্ষ্যা নদী দখলমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মাসুম বলেন, নদীর চারপাশ দখল করে অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠছে। “এর থেকে পরিত্রাণ পেতে আমরা ডু-অর-ডাই পদক্ষেপ গ্রহণ করবো,” বলে তিনি অঙ্গীকার করেন।

সাধারণ সম্পাদক তারেক বাবু নারায়ণগঞ্জের ঐতিহ্য ধরে রেখে দূষণমুক্ত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির নতুন কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন: সহসভাপতি— জাহিদুল হক দীপু, জিয়াউল ইসলাম কাজল ও মজিবুর রহমান; যুগ্ম সম্পাদক— সুমিত সাহা ও সুলতানা আক্তার; এবং অর্থ সম্পাদক— শাহজাহান মোড়ল।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন— অ্যাড এবি সিদ্দিক, অ্যাড.আওলাদ হোসেন, সারু ইসলাম, সানোয়ার হোসেন, শহিদুল ইসলাম টিটু, আ:জব্বার, শরীফ উদ্দীন সবুজ, হাফিজুল হক, জহিরুল ইসলাম মিন্টু, মনি গাঙ্গুলী ও পপী রাণী সরকার প্রমুখ।

RSS
Follow by Email